Onuvuti by Tabib Mahmud - AK Hasan - Bangla New Rap Song 2020 - GullyBoy in Quarantine

New Trending 2020-04-05

Views 7

Song : Onuvuti
Artist : Tabib Mahmud | AK Hasan
Lyrics : Tabib Mahmud
Music : Tabib Mahmud
DOP : Raihan Uddin
Directed by Tabib Mahmud

দেখো আজ পৃথিবীর হয়েছে অসুখ তার
মানুষেরা ঘরে বসে হাহাকার করছে
ফিলিস্তিনের ঐ নিষ্পাপ শিশুরাও
এভাবেই ভয় পেয়ে ধুকে ধুকে মরছে

ডেকেছিলো আমাদের শুনেও শুনিনি তা
লিখেছে জমিনে সে রক্তের কবিতা
কেউ তা পড়েনি ধরেনি তার হাত
যুদ্ধে যুদ্ধে এই পৃথিবীটা বরবাদ

দেখেছি সিরিয়ায় দাপুটে ক্ষমতার
ক্ষেপণাস্ত্রগুলো মাটিকে ছিড়ে ছিড়ে
মানবতা কুড়ে খেলো খুলো সে ইতিহাস
জানাজায় মানুষের থেকে বেশি মৃতলাশ

কোথায় তোমার ঐ পারমাণবিক বোমা
দেখি সেটা পারে কিনা জীবাণুকে রুখতে
এদিকে কোটি প্রাণ না খেয়ে মরছে
আহা পৃথিবী যদি বুঝতে

তুমি আজ বন্দি বাচার আশায় দেখো
কুহু ডাকে ময়না তোমার খাচায় রোজ
করে ছটফট সেও স্বাধিনতা পেতে চায়
স্বাধিনতা সেতো লেখা বিদ্রোহী কবিতায়

বিশ্বাসী তুমি আজ হয়ে গেছো পরাধিন
যেভাবে ফিলিস্তিন বহুকাল বন্দি
পৃথিবীর শক্তি সমগ্র এক হয়ে
বিশ্বাসী হত্যার আটে নয়া ফন্দি

আরবের পাক ভূমি ভুলে গেছে চেতনার
বাণীগুলো বেদনার বিশ্বাসী জানে না
কোথায় শিকড় তার ছুটছে সে লাগাতার
নিজেকে সে চিনে না পুজো করে দেবতার

মানুষকে বসিয়ে খোদার আসনে একি
চারিদিকে ঘটছে তরুণ প্রজন্মের
মাথা কুড়ে খাচ্ছে ভিনদেশী পোকা আহা
যদি বুঝগাম আগে সব ছিলো ধোকা

Share This Video


Download

  
Report form