#banglagaan #BanglaRock #Achenasahitya
Warning: This content is copyright protected. Do not copy in any form without proper authorization.
The Lyric: 'BanglaRock: না না পারবি না তুই...'
কেনো খুঁজে বেড়াস/ আমায় বিষন্নতায়/
আমি হঠাৎ করে / হয়ে যাওয়া/ ছোট্ট একটা ভুল/ বলি অহংকারে/ তোর হৃদয় জুড়ে/ আছে, আমায় নিয়ে/ গল্পে ভরা/ আমার লেখা বই
না না পারবি না তুই/ delete করতে আমায়/ আমি ট্রোজান ঘোড়া/ শরীর মোড়া virus এ/ আমার জবাব কই?
বলছি দিব্যি খেয়ে/ তোর ওই শরীরে/ আজও আমায় নিয়ে/ লক্ষ আবেগ কামড়ে চলে/ না না পারবি না তুই/ হিসেব করতে আমার/ আমি হারিয়ে যাওয়া ব্যালান্স সিটে/লুকিয়ে থাকা/ বিষাক্ত সংশয়
কেন মিথ্যে ভাবিস/ আমায় তুচ্ছ ভাবিস/ আমি তোর হৃদয়ে/ সামলে রাখা/ তীব্র বিষের নঈ (নদী)/
না না পারবি না তুই/ নিকেশ করতে আমায়/ আমি বিষের সিসির / অন্তরালে/ ঘাপটি মেরে/ বিসর্জনের খই
না না পারবি না তুই...
©তুষার কর, অচেনা সাহিত্য।
Contact:
[email protected]