একটা প্রদর্শনীতে গেলেন, অবাক হয়ে একটা শিল্পের দিকে তাকিয়ে রইলেন, শিল্পী ঠিক কী বোঝাতে চাইলেন, কেউ বুঝলো না৷ কখনো কখনো আপনাদের নিশ্চয়ই এমন হয়েছে৷ কিন্তু অস্ট্রিয়ায় এবার এমন এক শিল্প প্রদর্শনীর আয়োজন করা হয়েছে, যেখানে কিচ্ছু না বুঝলেও সমস্যা নেই৷ এই শিল্পকর্মগুলোর সঙ্গে খেলা করতে করতেই কেটে যাবে আপনার সময়