সূরা হাশরের শেষ সাত আয়াত║আবেগময় তিলাওয়াত বাংলা অনুবাদ সহ║ Voice of Islam BD ||

Voice of Islam BD 2019-07-21

Views 31

রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম যেমন কুরআন পড়তেন আর সাথে সাহাবীদের কাছ থেকেও কুরআন শুনতেন। কুরআন শোনা এবং পড়া উভয়টিই সওয়াবের বিষয়।
.
একবার আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তা'আলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বললেন, হে মাসউদ তুমি আমাকে কোরআন পড়ে শোনাও, মাসউদ রাদিয়াল্লাহু তা'আলা আনহু বললেন যার ওপর কোরআন নাজিল হয় তাকে আমি কোরান পড়াশোনাব?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ তুমি আমাকে কোরআন পড়ে শোনাও।
.
আরেক বার আব্দুল্লাহ আশ'আরী রাদিয়াল্লাহু তা'আলা আনহু কোরআন তেলাওয়াত করছিলেন, এর পাশ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যাচ্ছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর তিলাওয়াত শুনলেন এবং তারপর চলে গেলেন।
.
এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে কোরআন তেলাওয়াতে নির্দেশ দিলে, আব্দুল্লাহ আশ'আরী রাদিয়াল্লাহু আনহুর তিলাওয়াত দাড়িয়ে দাড়িয়ে শুনলেন, এ থেকে বুঝা যায় কোরআন পড়া যেমন সওয়াবের কাজ শোনাও তেমন সওয়াবের কাজ।
.
আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং এর উপর আমল করার তৌফিক দান করুক।





►YouTube - http://bit.ly/2XRiu8H

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS