অভ্যাস যেটা তোমাকে গড়তেও পারে আবার ভাঙ্গতেও পারে। কথায় আছে মানুষ অভ্যাসের দাস। সেটা হতে পারে ভালো কিছুর জন্য অথবা খারাপ কিছুর জন্য। আমরা প্রতিদিন যে সব কাজকর্ম করি তা আমাদের অভ্যাস এর জন্যই সম্ভব। আজকের একটা ছোট অভ্যাস আগামী দিনে বিশাল একটা পার্থক্য সৃষ্টি করতে পারে।