কারো গীবত/সমালোচনা নয়, বরং গান/গিটার/বাদ্যযন্ত্র নামক জাহান্নামের হাতিয়ার থেকে জাতি/সমাজ/যুবকদের সাবধান করতে যতটুকু বলা প্রয়োজন ততটুকু বলতেই হবে। এটা আল্লাহর হুকুম। (বি:দ্র: মুসলমান হিসেবে অয়্যুব বাচ্চুর জন্য মাগফিরাত কামনা করা উচিত। আল্লাহ তায়ালা যেন আয়্যুব বাচ্চুকে ক্ষমা করে দেয়। অামীন।)