সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেছেন, মন্ত্রীপরিষদের আগামী বৈঠকে সড়ক পরিবহন আইনের খসড়া উত্থাপন করা হবে। পরে তা সংসদে পাস করে আইনে পরিণত করা হবে। এই আইন পাস হলে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হবে।
বুধবার (১ আগস্ট) সকালে সেতুভবনে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, ‘সড়কে যে বিশৃঙ্খলা রয়েছে, তা অস্বীকার করার উপায় নেই। প্রধানমন্ত্রী এই আইনটি মন্ত্রিপরিষদের বৈঠকে উত্থাপন করার জন্য আইনমন্ত্রীকে বলেছেন। আগামী সোমবার এই আইনের খসড়া অনুমোদন হবে।’
মন্ত্রী এসময় আন্দোলনরত ছাত্রছাত্রীদের শান্ত হয়ে ক্যাম্পাসে ফিরে যাওয়ার আহ্বান জানান।
ওবায়দুল কাদের বলেন, ‘ আগামী সোমবার সড়ক পরিবহন আইন মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে। সংসদের আগামী বৈঠকে আইনটি পাস হবে। এর ফলে সড়কে শৃঙ্খলা ফিররে আসবে। বাসচাপায় শিক্ষার্থী ‘হত্যা’র প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলন বিষয়ে সেতুমন্ত্রী বলেন, ‘বর্তমানের বিক্ষোভ অযৌক্তিক মনে করি না। এর যৌক্তিকতা রয়েছে। সরকার বিষয়টি নিয়ে সচেতন ও মর্মাহত।’