সরকার পতনের আন্দোলন শুরু করলো কলেজের ছাত্ররা ! বাস দুর্ঘটনার আন্দোলন থেকে শেখ হসিনার পতনের ডাক

Views 1

শেখ হাসিনা সরকার পতনের আন্দোলন শুরু করেছে ঢাকার কলেজের শিক্ষার্থিরা। জাবালে নূর পরিবহনের আন্দোলন এখন সরকার পতনের আন্দোলনে পরিণত হয়েছে। বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের চাপায় এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায় গত রোববার। ঘাতক বাসটি কেড়ে নেয় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর তাজা প্রাণ। আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয় ১০-১২ জনকে। এ নিয়ে বিক্ষুদ্ধ হয়ে ওঠে শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীরা।
কিন্তু বাংলাদেশের পরিবহন নৈরাজ্যের বিরুদ্ধে গড়ে ওঠা এই আন্দোলন এখন শেখ হাসিনা সরকার পতনের আন্দোলনে রুপ নিয়েছে। শেখ হাসিনাকে অনেক কলেজের ছাত্রই স্বৈরাচার, ফ্যাসিবাদী বলে মন্ত্রব্য করছেন। সময়ের সাথে সাথে ঐ আন্দলন জানান দিচ্ছে, এই আন্দোলন শুধু ঐ দুর্ঘটনার আন্দোলন নয়, বরং আওয়ামীলীগ সরকারের মুখোশ উঞ্চমচনের আন্দোলন। এই আন্দোলনের কার্যক্রম বিশ্লেষন করলে দেখা যাচ্ছে- কলেজের ছাত্ররা তাদের আন্দোলনের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন।সাধারন জনগন শেখ হাসিনা সরকারের পতন চায়।
দেশের মন্ত্রীরা বলেছেন অপরাধী বাস চালকের বিচার হবে। নৌ পরিবহন মন্ত্রী টেলিভিশনে এসে তার ভুল বক্তব্যের জন্যে ক্ষমাও চেয়েছেন। কিন্তু তার পরেও কিন্তু সাধারন ১৬-১৭ বছরের কলেজ ছাত্রদের আন্দলন থেমে যায়নি। আজ ঢাকায় গন পরিবহন নৈরাজ্যের বিরুদ্ধে এই আন্দোলন আরো বেগবান হয়েছে। এখন ছাত্ররা শুধু গনপরিবহন নিয়েই কথা বলছেন না। বরং তারা কথা বলছেন বাংলাদেশের প্রশাসনের বিরুদ্ধে, আওয়ামিলিগের বিরুদ্ধে, বর্তমানে বাংলাদেশের সরকারের বিরুদ্ধে। এখন ছাত্ররা নৌপরিবহন মন্ত্রীর পদত্যাগের প্রশ্নে সরব হয়ে উঠেছে। কিন্তু শেখ হাসিনার পতন চেয়ে আন্দোলনকারীরা খুব শিগ্রই সরব হয়ে উঠবে, এতে কোনো সন্দেহ নেই।
এই আন্দোলনের পিছনে কি কোনো তৃতীয় পক্ষের ইন্ধন কাজ করছে? নাকি সাধারণ আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের মাঝে ঢুকে কেউ বা কোনো পক্ষ আন্দোলনকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে? সম্প্রতি ঘটা কোটা আন্দোলনের মতো অন্যপক্ষের সহযোগীতায় এই আন্দোলন কোন দিকে মোড় নেবে সেই প্রশ্নগুলোই উঠে আসছে এখন।
গতকাল এবং আজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে ফেলে, মানববন্ধন করে। দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে তারা মোটামুটি শান্তিপূর্ণ আন্দোলন করে আসছিল।
কিন্তু আজ সকাল থেকেই আন্দোলন বেশ সহিংস রূপ নিতে শুরু করে। এরপরই ফার্মগেট বাবুল টাওয়ারের সামনে বিজ্ঞান কলেজসহ সেখানকার কয়েকটি কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিলে যান চলাচল স্থবির হয়ে পড়ে। শিক্ষার্থীরা সড়কের ওপর বসে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে। সেইসঙ্গে নিজেদের দাবি সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ডও প্রদর্শন করছে তারা।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS