অবশেষে ধর্ষণ ও পূর্ণিমাকে নিয়ে মুখ খুললেন মৌসুমী !কেঁদে কেঁদে পূর্ণিমার সব নথি ফাঁস করে দিলেন মৌসুমি। চিত্রনায়িকা মৌসুমী মিডিয়ার সামনে এসে নায়িকা পূর্ণিমার সব গোপন নথি ফাঁস করে দিলেন ভক্তদের সামনে। জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী পূর্ণিমাকে অপমানিত করে বলেন দেশ ছেড়ে চলে যাওয়া উচিৎ পূর্ণিমার।
মিশা-পূর্ণিমার ধর্ষণ নিয়ে আলচনায় ক্ষুব্ধ হয়ে যা বললেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমি
বাংলা চলচিত্রের আবেদনময়ি নায়িকা বলা হয় মৌসুমিকে। সালমানের সাথে কেয়ামত থেকে কেয়ামত সিনেমার মাধ্যমে চলচিত্রে অভিষেক হয় তার।ঢাকাই সিনেমার সুস্থ মস্তিষ্কের অভিনেত্রীও বলা হয় মৌসুমিকে। এখনও দাপটের সাথে অভিনয় করে চলেছেন এই কিংবন্দন্তি নায়িকা মৌসুমি। বর্তমানে তিনি স্বামী সংসার এবং সন্তানদের নিয়ে বেশ সুখেই দিন কাটাচ্ছেন কিন্তু পাছের কিছু মানুষ মাঝে মাঝেই সুখটাকে কেরে নিতে চায় মৌসুমির। তেমনি একটি টকশোতে পূর্ণিমা ও মিশার খোলামেলা আলোচনায় তারই চিত্র ফুটে উঠেছে মৌসুমির কিছু কথায়। পূর্ণিমা ও মিশার প্রতি ক্ষোভ প্রকাশ করে মৌসুমি বলেন
প্রিয় দর্শক, আজ আমি একজন অভিনেত্রী হয়ে নয়, একজন নারী হিসেবেই আপনাদের কিছু কথা বলতে চাই।
উপস্থাপিকা হয়ে পূর্ণিমা যেভাবে প্রশ্ন করছে এবং অতিথি হয়ে মিশা সওদাগর যেভাবে উত্তর দিয়েছে তাতে মনে হয়েছে আমরা যেন বোকার স্বর্গে বাস করছি। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়ার পর পুরো ভিডিওটি দেখে একজন নারী হিসেবে নিজেকে মেনে নেয়া ছিল পীড়াদায়ক।
আমরা সাধারনত চলচ্চিত্রে নানানরকম অভিনয়ের মাধ্যমে দর্শককে বার্তা দিয়ে থাকি। শুধু আমি নই, অনেক ভক্ত, এবং দর্শক বিষয়টি মেনে নিতে পারেনি, সকলেই যার যার অবস্থান হতে প্রতিবাদ জানিয়েছে। আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখে,এবং তাদের সঙ্গে সুর মিলিয়ে এমন বক্তব্যের নিন্দা জানাচ্ছি।
আমি প্রত্যাশা করবো এ অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সকলে ভবিষ্যতের কোন একটি পর্বে এ ধরনের আচরণের জন্য ক্ষমা চেয়ে নেবেন। ভক্তরা তো উদার তাই তারা বিষয়টি ক্ষমা করে দিবেন। মৌসুমি আরও বলেন ভক্তরা তো তারকাদের অনুকরন করে চলে আর তারকা হয়ে যদি একটা নোংরা বিষয় নিয়ে আমরা এভাবে খোলামেলা আলোচনায় মেতে উঠি তাহলে ভক্তরা আমাদের থেকে কি শিক্ষা নেবে? ভক্তরা যাতে আমাদের দ্বারায় কোনরূপ আঘাত না পায় সেই বিষয়টি মাথায় রেখেই আমাদের কাজ করা দরকার।
আরও দেখুন
১। জামিনের পর মিডিয়ার সামনে ষড়যন্ত্রকারীদের নাম ফাঁস করে দিলেন সালমান খান ! দেখুন কারা জড়িত এই মামলায়
২। কারাগারে সালমান খানের সাথে কি হচ্ছে এসব ! জেলের ভিতরে সাল্লু ভাইয়ের সাথে যা হচ্ছে দেখলে আঁতকে উঠবেন
৩। অবশেষে ভক্তদের কাছে ক্ষমা ভিক্ষা চাইলেন পূর্ণিমা ! কেঁদে কেঁদে ভক্তদের যা বললেন নায়িকা পূর্ণিমা
৪। জামিনের পর ফাঁস হল সালমান খানের যত বিতর্কিত কর্মকাণ্ড ! তিন তিন বার জেল খাটা এবং যত নারীর মধু খাওয়া