জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে ভারতের নয়া দিল্লিতে হয়ে গেল 'অ্যামাজন ফ্যাশন উইক'। এবারের ফ্যাশন উইকে বসন্তকালীন পোশাকের সংগ্রহ নিয়ে হাজির হন প্রায় ১শ' ডিজাইনার। যেখানে নামকরা ডিজাইনারদের পাশাপাশি স্থান পায় নবীনরাও।
ফ্লোরাল প্রিন্টের নকশায় কোরাল লাল রঙের লেহেঙ্গায় মঞ্চে হাজির বলিউড তারকা বিপাশা বসু। যা নয়া দিল্লিতে আয়োজিত 'আমাজন ফ্যাশন উইকে'র' সৌন্দর্যের মাত্রা বাড়িয়েছে আরো কয়েকগুন।
ডিজাইনার কারিশমা সৌন্ধি এবারের ফ্যাশন উইকে ঐতিহ্যবাহি পোশাকের সঙ্গে পশ্চিমা ধাচের নকশার বিশেষ সংমিশ্রণ ঘটিয়েছেন। যা নজর কাড়ে দর্শকের।