সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভোটাভুটি আজ। বিশ্বশক্তিগুলো মতৈক্যে পৌঁছাতে ব্যর্থ হওয়ার পর শনিবার এ ভোটাভুটির আয়োজন করতে যাচ্ছে নিরাপত্তা পরিষদ। দেশটির বেসামরিক নাগরিকদের রক্ষায় শিগগিরই যুদ্ধবিরতি কার্যকরে বিশ্ব সম্প্রদায় মতৈক্যে পৌঁছাবে বলে আশাবাদী ফ্রান্স ও জার্মানি। নিরাপত্তা পরিষদের এমন তোড়জোড়ের মধ্যেই বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্ব ঘৌটায় বিমান হামলা অব্যাহত রেখেছে সরকারি বাহিনী। সিরিয়ার ভয়াবহ মানবিক বিপর্যয়ের জন্য রাশিয়া ও ইরানকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নাম না জানা সিরীয় ব্যক্তির এই আহাজারি নিহত সন্তানের জন্যে। সরকারি বাহিনীর বিমান হামলায় শুক্রবার নিহত হয় তার ছেলে। বিমান হামলায় স্বজন হারিয়ে তার মত নিঃস্ব হয়ে পড়েছে পূর্ব ঘৌটার অনেক মানুষ। গেল রোববার থেকে অব্যাহত হামলায় রীতিমত আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে পূর্ব ঘৌটা।
শান্তনা দেয়ার মত আর কেউ থাকলো না আমার। রুশ বিমান আমাদের সবকিছু ধ্বংস করে দিয়েছে। বেঁচে থাকার মতো আর কোনো সম্বল নেই।
শুক্রবারও দফায় দফায় বিমান হামলায় কেঁপে ওঠে সেখানকার আবাসিক ভবনগুলো। পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজাভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, গেল ৬ দিনের অভিযানে পূর্ব ঘৌটায় নিহতের সংখ্যা ৪শ' ছাড়িয়েছে। এরমধ্যে গত দু'দিনেই প্রাণ হারিয়েছে আড়াই শতাধিক মানুষ।
The United Nations Security Council voted today in Syria to cease the truce. The Security Council is going to organize the voting on Saturday after World powers failed to reach agreement. France and Germany are hopeful that soon the world community will reach a ceasefire to protect civilians. In the light of the Security Council, the government forces continued the air strike in rebel-held East Ghouta. US President Donald Trump blamed Russia and Iran for the horrific humanitarian disaster in Syria.
The name of the uncircumcised Syrians is for the deceased child. His son was killed on Friday in a government air strike. Many people of Eastern Ghouta have become poor as they lost their relatives in air strikes. The attack on Sunday has turned out to be a panic in the city of East Ghauta.
No one else would be as calm as me. The Russian plane has destroyed everything to us. There is no other way to survive.
On Friday, the air strikes shook the airplane in the residential buildings. The Syrian Observatory for Human Rights, a monitoring organization, said that in the 6-day operation, the number of deaths in Eastern Ghouta has exceeded 4 hundred. Meanwhile, more than 250 people have lost their life in the last two days.