ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। মঙ্গলবার নিরাপত্তা পরিষদে দেয়া ভাষণে তিনি এ আহ্বান জানান। ফিলিস্তিনি-ইসরাইল সঙ্কট নিরসনে দ্বি-রাষ্ট্র সমাধান প্রক্রিয়াকে সহযোগিতা দিয়ে যাওয়ার প্রত্যয় পুনরায় ব্যক্ত করেন জাতিসংঘ মহাসচিব। সেইসঙ্গে অবৈধ বসতি নির্মাণ থেকে বিরত থাকতে তেল আবিবের প্রতি আহ্বান জানায় বিশ্ব সংস্থাটি। মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় ফিলিস্তিনের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্র প্রস্তুত বলে জানিয়েছেন জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি।