ঘরে সহজভাবে তৈরি পিঁৎজা সস
আজ আমি আপনাদের ঘরে বসে কম খরচে পিঁৎজা সস তৈরী করে দেখাব। যেটা দোকানে খুবই চড়া মূল্যে বিক্রি করা হয়। কিন্তু আমার রেসিপিটি যদি ফলো করেন তাহলে ঘরে বসেই আপনার পারফেক্ট পিঁৎজা সস তৈরী করে নিতে পারবেন।
উপকরণ :
১। টমেটো ৪টি
২। সয়াবিন তেল ২টেবিল চামচ।
৩। মরিচ গুড়া ১/২ চা চামচ।
৪। লবণ (স্বাদমত)
৫। পিয়াজ কুচি ১ চা চামচ্
৬। রসুন কুচি ১ চা চামচ।
৭। টমেটো সস ১ চা চামচ।
৮। অরিগানো ১/২ চা চামচ।
৯। বেসিল ১/২ চা চামচ।
১০। সাদা ভিনিগার ১/২ চা চামচ।
Home made Pizza Sauce
Today I will show you how to prepare pizza sauce at your home and at low cost. Which is sold at a very high price in the shop. But if you follow my recipe then you can prepare your perfect pizza sauce while sitting at home.
Materials :
1. Tomato 4
2. 2 tablespoons of soybean oil
3. Chili powder 1/2 teaspoon.
4. Salt (taste)
5. Onion 1 teaspoon chopped
6. Garlic 1 teaspoon chopped.
7. 1 teaspoon of tomato sauce.
8. Oregano 1/2 teaspoon
9. Basil 1/2 teaspoon
10. 1/4 teaspoon of white vinegar..