অসহায় সিরীয়দের ত্রাণ সহায়তায় আসাদকে মানবিক হওয়ার আহ্বান !

SOMOY TV News 2018-02-10

Views 1

সিরিয়ায় ইসরাইলের একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে আসাদ বাহিনী। তবে এর পাইলট অক্ষত রয়েছে বলে দাবি তেল আবিবের। ইসরাইলের ওই হামলাকে আগ্রাসন উল্লেখ করে প্রতিহতের ঘোষণা দিয়েছে দামেস্ক। এদিকে, দেশটিতে রাসায়নিক হামলার ঘটনায় আসাদ সরকারের জড়িতের বিষয়ে নির্ভরযোগ্য কোনো প্রমাণ মেলেনি বলে জানিয়েছে ফ্রান্স। একইসঙ্গে অসহায় সিরীয়দের ত্রাণ সহায়তায় প্রেসিডেন্ট বাশার আল আসাদকে মানবিক হওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ ও ফ্রান্স।



২০১১ সালে গৃহযুদ্ধ শুরুর পর থেকে আন্তর্জাতিক শক্তি প্রদর্শনের জায়গা হিসেবে রূপ নিয়েছে সিরিয়া। একদিকে আইএসবিরোধী অভিযানের নামে বিদ্রোহী গোষ্ঠীকে পশ্চিমা দেশগুলোর সামরিক সহযোগিতা। অন্যদিকে, একই অজুহাতে আসাদ সরকারের বিদ্রোহীবিরোধী অভিযানে সামরিক সহযোগিতা দিয়ে আসছে রাশিয়া।

শুক্রবার বিদ্রোহী নিয়ন্ত্রিত দামেস্ক উপকণ্ঠের পূর্ব ঘৌটায় দফায় দফায় বিমান হামলা চালায় সরকারি বাহিনী। রুশ বাহিনীর সহায়তায় গেল বছরের নভেম্বর থেকে শুরু হওয়া বিমান হামলায় প্রতিদিনই বাড়ছে হতাহতের সংখ্যা। এরমধ্যে গেল চারদিনেই নিহত হয়েছে দুই শতাধিক বেসামরিক নাগরিক। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে সেখানকার স্বাভাবিক জনজীবন। চিকিৎসা, খাবার আর প্রয়োজনীয় জিনিসের অভাবে চরম মানবেতর দিন পার করছে পূর্ব ঘৌটার কয়েক লাখ বাসিন্দা। একদিন ইদলিবেও বিমান হামলা চালানো হয়। এতে নারী ও শিশুসহ নিহত হয় বেশ কয়েকজন।

The Assad regime has overthrown a Israeli warship in Syria. However, the oil pilot claims that the pilot is intact. Damascus has announced the attack by mentioning the Israeli invasion of aggression. Meanwhile, France has not found any credible evidence about Assad's involvement in the incident of chemical attack in the country. At the same time, the United Nations and France have called for President Bashar al-Assad to be humanitarian with help from helpless Syrians.

Since the beginning of the Civil War in 2011, Syria has turned into a place of international power. In the name of anti-Islamic operations, the military support to the Western countries is to rebel groups. On the other hand, Russia is giving military support to Assad's anti-insurgent operations on the same plea.

On Friday, the government forces carried out an air strike in the eastern Ghouta of rebel-controlled Damascus sub-trunk. The number of casualties increased every day in the air strikes that started with the help of the Russian forces every year since November. In the meantime, more than two hundred civilians were killed in four days. It has been upset that the normal life there In the absence of medical, food and necessities, hundreds of thousands of residents of East Ghouta are passing through the past. One day Eidolibao air strikes were carried out. Several people were killed including women and children.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS