জেল যাত্রাতে খালেদা জিয়ার সঙ্গী ৫ স্যুটকেস!! দেখুন এসব স্যুটকেসে বেগম জিয়া কি কি নিয়ে যাচ্ছেন জেলে

Views 3

৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার জেল হলে, জেলযাত্রাতে খালেদা জিয়ার সঙ্গী ৫ স্যুটকেসে বেগম জিয়া কি কি নিয়ে যাচ্ছেন জেলেঃ

গুলশানে খালেদা জিয়ার বাসভবনেই সাব জেল ঘোষণা করে তাকে সেখানে রাখা হবে। কিন্তু এই ব্যাপারে সংশয়মুক্ত নন বেগম খালেদা জিয়া নিজেই।

একাধিক গোয়েন্দা সূত্র বলছে, গুলশানের বাসভবন সাবজেল করার ক্ষেত্রে কিছু আইনগত সমস্যা রয়েছে। জেলকোড অনুযায়ী কাউকে সাবজেলে অন্তরীন করা হলে খালেদা জিয়াকে একটি কক্ষ বা এলাকাতে অন্তরীন রাখা হবে।

বেগম খালেদা জিয়ার ঘনিষ্ট সূত্রগুলো বলছে, খালেদা জিয়ারও ধারণা শেষ পর্যন্ত তাঁকে অন্যকোথাও নেবে। এটা কাশিমপুর না বকশীবাজারের পুরনো কারাগার নাকি অন্যকোন স্থান সে ব্যাপারে নিশ্চিত নন বিএনপি চেয়ারপারসন। তবে যেখানেই নেয়া হোক খালেদা জিয়া তাঁর প্রয়োজনীয় জিনিসপত্র গুছানো শুরু করেছেন। জেল যাত্রাতেও খালেদা জিয়ার সঙ্গী হবে ৫ স্যুটকেস।


বিস্তারিত ভিডিওতে দেখুনঃ

আরো দেখুন-

বিএনপিকে নিষিদ্ধ ঘোষণা মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের!! দেখুন কেন এ বর্বর সিদ্ধান্ত


সবার আগে সব খবর পেতে আমাদের চ্যনেলটিতে সাবস্ক্রাইব করুনঃ


আমাদের সাথে যোগাযোগ করতে পারেনঃ

Facebook page:

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS