নির্ধারিত সময়ের মধ্যে অভিবাসন চুক্তির বিষয়ে মার্কিন কংগ্রেস যদি কোন সমঝোতায় পৌঁছাতে না পারে সেক্ষেত্রে সরকারি কার্যক্রম আবারও বন্ধ হয়ে গেলে কিছু করার থাকবেনা বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেইসঙ্গে তরুণ অভিবাসীদের বৈধ করণ বিষয়ক ডাকা কর্মসূচির সময়সীমা আর বাড়ানো হবেনা বলেও জানান তিনি। কয়েক দফা ব্যর্থ হলেও, একটি স্থায়ী ব্যয় বরাদ্দ বিলের বিষয়ে এবার সমঝোতা হবে বলে আশা প্রকাশ করেছেন রিপাবলিকান এবং ডেমোক্র্যাট দলের সিনেট নেতারা। তবে, প্রতিনিধি পরিষদের স্পীকার পল রায়ান বলেছেন, স্থায়ী ব্যয় বরাদ্দ বিলের বিষয়ে ডেমোক্র্যাটদের সঙ্গে সমঝোতা না হলেও, সরকারি কার্যক্রম অব্যাহত রাখতে সাময়িক তহবিলের মেয়াদ আরও ছয় সপ্তাহ বাড়ানোর পক্ষে ভোট দেবে প্রতিনিধি পরিষদ।