প্রথমেই তোমাকে পাগলের রাজ্যে স্বাগতম আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।
আসলে আমি ভিডিওটি তৈরী করেছি আমার দায়বদ্ধতা থেকে। আমি নিজেও Google Sketchup-এর কাজ শিখেছি এই YouTube থেকে কারও না কারও ভিডিও টিউটোরিয়াল দেখে। তাদের কাছে আমি ঋনি, আর এ জন্য তাদের প্রতি আমার বিশেষ কৃতজ্ঞতা।
যেহেতু আমি শিখেছি YouTube থেকেই কারও কাছে তাই আমার উচিত আমারও কাউকে একইভাবে শেখানো। এতে করে সেই সব ব্যক্তিদের প্রতি বিন্দুমাত্র হলেও কৃতজ্ঞতা প্রকাশ যারা করতে পারবো, হয়তো।
আমি আমার ভিডিওগুলো বানিয়েছি একেবারেই যারা Google Sketchup-এর একেবারেই শুরুতে রয়েছে (মানে বাচ্চা পোলাপাইন) তাদের কথা মাথায় রেখে। যারা একটু একটু করে শিখতে চাও তাদের জন্য। খুব অল্প ডিউরেশনে বানানো হয়েছে ভিডিওগুলো। আর যারা আমার মত পাগল তাদের জন্য।
তোমরা শিখতে থাকো যেকোন সমস্যা, প্রয়োজন আমাকে জানাতে পারো। YouTube Comments, Facebook Page, E-mail-এর মাধ্যমে। এমনকি মোবাইলে ফোন করেও আমার সাথে যোগাযোগ করতে পারো সময় পেলে অবশ্যয় ফোন রিসিভ করবো, কথা বলবো ও হেল্প করবো।
তোমরা ধারাবাহিক ভাবে আরও ভিডিও পাবে ইনশা-আল্লাহ। তবে তোমাদের প্রয়োজন জানালে চেষ্টা করবো সেই অনুসারে ভিডিও প্রকাশ করার। তোমদের সামান্য উপকার হলেই আমি নিজেকে ধন্য মনে করবো ও এটাই হবে আমার সার্থকতা।
পরিশেষে, আমার ভিডিওতে শুধুমাত্র তোমাদের কমেন্টস আশাকরি যেন আরও ভালো কিছু তোমাদের দিতে পারি।
সবাই ভালো থাকবে। আর এই পাগলের সাথেই থাকবে,
আজকের Google Sketchup Bangla Tutorials-এ তোমরা শিখবে কিভাবে 360° Panorama Mode-এ Image Render করতে হয় এবং তা Facebook-এ Upload করা যায়।How to Render a Panorama & 360° Image for Facebook
Thanks,
Md. Al-Amin
www.facebook.com/madworldbd
www.facebook.com/alaminmunnaa
Cell: +8801726777797
+8801769915818
Hash Tags:
#google #sketchup #tutorial #bangla #al #amin #munnaa #munna #alaminmunnaa #alaminmunna #rajshahi #360 #360° #degree #panorama # facebook #settings #render #scale #greed #space #axis #red #green #blue #move #copy #multiple #multiplecopy #equal #divide #circle #rectangle #polygon #line #import #dwg #skp #file #erase #push #pull #tools #command #beginner #how #to #learn #use #delete #object #interior #exterior #design #max #autocad #auto #cad #offset #mad #world #bd #madworldbd