ফাঁস হয়ে গেল সালমান শাহ্‌ র স্ত্রী সামিরার লাগামহীন পরকীয়া যৌন জীবন ডন ছারাও ছিল আরও ১২ জন BD News

Views 1

সর্বকালের সেরা বাংলার ইতিহাসের আপনার আমার প্রিয় নায়ক সালমান শাহ্ ২২ বছর পূর্বে সবাইকে কাদিয়ে চলে গেছেন।সে সময় ছড়িয়ে পড়ে যে সালমান শাহ্ আত্মহত্যা করেছেন। আবার কেউ কেউ সন্দেহ করে বলেছেন যে তার স্ত্রী সামিরা পরক্রিয়ায় আসক্ত হয়ে নিজের স্বামী সালমান শাহ্কে হত্যা করিয়েছেন।কিন্তু সম্প্রতি একটি ভিডিও বার্তার মাধ্যমে রুবি জানান যে ইমন মানে সালমান শাহ্ আত্মহত্যা করেনি ইমন কে মেরে ফেলা হয়েছে। সামিরা পরক্রিয়ায় আসক্ত হয়ে এই কাজটি তার স্বামী ও তার ছোট ভাইকে দিয়ে করিয়েছেন। তিনি সালমান শাহ্ মৃত্যুর বিচার চেয়ে এবং তার নিরাপত্তা চেয়েছেন সবার কাছে। আমরাও চাই সালমান শাহ্ এর স্ত্রীর উচিৎ বিচার হোক। রুবির ভিডিও বার্তা নিয়ে সালমান শাহ'র মায়ের ফেসবুক স্ট্যাটাস
রুবি অনলাইনে সালমান শাহ্‌ এর রহস্য জনক মৃত্যুর তথ্য একটি ভিডিওর মাধ্যমে প্রকাশ করেন। কিছুক্ষণের মধ্যেই এটি ভাইরাল হয়ে যায়।

অনলাইনে ভাইরাল হয়ে ওঠা ওই ভিডিও বার্তায় রাবেয়া সুলতানা রুবি দাবি করেছেন, সালমান শাহকে খুন করা হয়েছে। সেই খুনের সঙ্গে জড়িত ছিলেন তার চীনা স্বামী। চীনাদেরকে দিয়ে এই খুন করানো হয়। এতে জড়িত ছিলেন সালমান শাহ'র স্ত্রী সামিরার পরিবারও।

সালমান শাহ'র মা নিজের ফেসবুকে স্ট্যাটাসে বলেন, ‘প্রিয় দেশবাসী। আমাকে সাহায্য করুন। দেখুন, রুবি সুলতানার স্বীকারোক্তি। কীভাবে সালমানকে হত্যা করা হয়েছে। যেভাবে পারেন এফবিআইকে জানান, বাংলাদেশের সকল চ্যানেলকে অনুরোধ করছি রুবির স্বীকারোক্তিটা সব যোগাযোগ মাধ্যমে প্রচার করার জন্য।’

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS