দেখুন ঢাকার ২০টি আসনে বিএনপির প্রার্থী কারা হচ্ছেন,Who is the candidate of BNP's 20 seats in Dhaka? বিএনপি চেয়ারপারসনের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, আগামী জাতীয় সংসদ নির্বাচনে যাদেরকে মনোনয়ন দেয়া হবে তাদের ব্যাপারে বিভিন্ন মাধ্যমে খোঁজখবর নেয়া হয়েছে। পাশাপাশি আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী তালিকাও ঘেঁটে দেখা হচ্ছে। সবকিছু বিবেচনা করে বিএনপি চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান দলের প্রার্থী তালিকা চূড়ান্ত করবেন। সূত্র জানায়, অনেক সময় দেখা গেছে মনোনয়নের শেষ পর্যায়েও প্রার্থী তালিকা পরিবর্তন করা হয়।
এদিকে, সবচেয়ে জনপ্রিয় ও গ্রহণযোগ্য প্রার্থীকে খসড়া তালিকায় রাখা হয়েছে ১ নম্বরে। প্রাথমিকভাবে ৩০০ আসনের জন্য ৯ শতাধিক প্রার্থীর তালিকা করেছে বিএনপি। এই তালিকায় চলবে আরো সংযোজন বিয়োজন।
ঢাকা জেলার ২০টি আসনে বিএনপি নেতৃত্বাধীন ২০দলীয় জোটের সম্ভাব্য প্রার্থীদের একটি তালিকা পাওয়া গেছে। বিভিন্ন নির্বাচনী এলাকায় যেসব সম্ভাব্য প্রার্থীরা কাজ করছেন তাদের একটি সম্ভাব্য তালিকা নিচে দেওয়া হলো।
ঢাকা-১ (দোহার ও নবাবগঞ্জ): ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নবাবগঞ্জ উপজেলার বর্তমান চেয়ারম্যান খন্দকার আবু আশফাক।
ঢাকা-২ (কেরানীগঞ্জ-কামরাঙ্গীরচর): বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান ও কামরাঙ্গীরচর থানা বিএনপির সভাপতি মনির হোসেন।
ঢাকা-৩ (কেরানীগঞ্জ): দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অথবা, তার মেয়ে বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়নবিষয়ক সহ-সম্পাদক অপর্ণা রায়।
ঢাকা-৪ (শ্যামপুর): ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ রবিন ও জাসাস ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জাহাঙ্গীর শিকদার।
ঢাকা-৫ (ডেমরা-যাত্রাবাড়ী): সাবেক এমপি সালাউদ্দিন আহমেদ, ঢাকা মহানগর বিএনপির সহ-সভাপতি নবীউল্লাহ নবী, দলের কেন্দ্রীয় গণশিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, বিজেপি’র ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মতিন সাউদ ও জাতীয় পার্টি’র (কাজী জাফর) খালেকুজ্জামান চৌধুরী।
ঢাকা-৬ (সূত্রাপুর-কোতোয়ালি): বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, দলের ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা অথবা, তার ছেলে ইশরাক হোসেন ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার।
ঢাকা-৭ (লালবাগ-চকবাজার): বিএনপির প্রয়াত সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ পিন্টুর স্ত্রী ও দলের ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি নাসিমা আক্তার কল্পনা ও বিএনপির যুব বিষয়ক সহ-সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ।
ঢাকা-৮ (রমনা): দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান মোসাদ্দেক আলী ফালু ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল।
ঢাকা-৯ (মুগদা-সবুজবাগ): জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সহ-সভাপতি শামসুল হুদা ও মহানগর দক্ষিণের যুগ্ম সম্পাদক হাবিবুর রশিদ হাবিব।
ঢাকা-১০ (ধানমন্ডি-হাজারীবাগ): দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল মান্নান অথবা, তার জামাতা বিএনপির আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম ও কেন্দ্রীয় নেতা শেখ রবিউল আলম (রবি)।
ঢাকা-১১ (বাড্ডা-ভাটারা): ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি এম এ কাইয়ূম অথবা, তার স্ত্রী শামীম আরা বেগম।
ঢাকা-১২ (তেজাগাঁও): ঢাকা মহানগর উত্তর বিএনপির সহ-সভাপতি সাহাব উদ্দিন ও যুবদল সভাপতি সাইফুল আলম নিরব।
ঢাকা-১৩ (মোহম্মদপুর-আদাবর): বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল ও এনপিপি’র মো