বিয়ে করছেন মেসি !! কিভাবে বিয়ে হচ্ছে দেখুন

Don Vhai Tv 2017-06-29

Views 2

ফুটবলের রাজপুত্র লিওনেল আন্দ্রেস মেসি বিয়ে করছেন। আগামী ৩০ জুন আর্জেন্টিনার রোজারিওতে তার ছোটোবেলার বান্ধবী আন্তোনেল্লা রোকুজ্জোকের সঙ্গেই গাঁটছড়া বাঁধছেন তিনি।
শুধু নিজের শহর নয়, বার্সেলোনা ক্লাবেও বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন মেসি। মেসির বিয়েতে আমন্ত্রিত থাকবেন ক্লাব সতির্থ লুইস সুয়ারেজ, নেইমার, সেস ফ্যাব্রিগাস, জাভি হার্নান্দেজসহ গোটা বার্সেলোনার টিম।

মেসির ঘনিষ্ঠ সূত্রের খবর, ওই অনুষ্ঠানের উজ্জ্বলতম অতিথি হতে পারেন কলম্বিয়ার পপস্টার এবং মেসির সতীর্থ জেরার্ড পিকের বান্ধবী শাকিরা। তবে আমন্ত্রিত হলেও বিয়েতে শাকিরা যাবেন কি না সে প্রশ্ন থাকছেই।

মার্চে এক ব্রিটিশ দৈনিক জানিয়েছিল, মেসির বিয়ের আমন্ত্রণ পেলেও যাচ্ছেন না শাকিরা। কারণ শোনা যাচ্ছিল, পিকের সাবেক বান্ধবী নুরিয়া টমাসের সঙ্গে ভাল সম্পর্ক রয়েছে আন্তোনেল্লা। যেটা একদমই পছন্দ নয় শাকিরার।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS