আমাদের দেশে দেখা যায় একদল সৌদি আরবের সাথে ঈদ করে তাদের সাথেই রোজা রাখে, আরেকদল পৃথিবীর যে কোন যায়গায় চাঁদ দেখার খবর পেলে তাদের সাথেই ঈদ এবং রোজা রাখে, পুরো দেশ থেকে বিছিন্ন হয়ে তাদের এভাবে ঈদ পালন কতটা শরিয়তসম্মত শুনুন- শাইখ আব্দুর রাকিব মাদানি
পুরো আলোচনাটা শুনুন এব্যাপারে আর কোন সংশয় থাকবে না ইন শা আল্লাহ-