shorao shorao chaya (সরাও সরাও ছায়া / সাইফ আলি)

Saif Ali 2017-04-17

Views 1

সরাও সরাও ছায়া / সাইফ আলি

কে তুমি অতলে নোঙর ছোঁয়ালে
কে তুমি ভীড়ালে যুদ্ধ জাহাজ দানব
দানবীয় প্রেমে কে তুমি জড়ালে
সরাও সরাও ছায়া…

এ প্রেম যুদ্ধ যুদ্ধ চেয়েছে
চেয়েছে রক্তজবা
চেয়েছে যুগের হৃৎপিন্ডটা নিষ্ঠুর করতলে!
এ প্রেম কষ্ট কষ্ট চেয়েছে আরো বেশি আরো বেশি-
এ প্রেম যুদ্ধ যুদ্ধ চেয়েছে নিষিদ্ধ রোষানলে।

কে তুমি অতলে নোঙর ছোঁয়ালে বোমারু বিমান কাঁধে
উৎসব করে শহরে নগরে ফাটালে প্রেমের বোমা
গোলাপের লাল পাপড়ির মতো বিছিয়ে লাশের সারি
বললে এবার তোমার আমার বাসর সাজাতে পারি!

হায় অসভ্য প্রেমীক তোমার প্রেমের কাঙাল কারা?
জাতিসংঘের ব্যানারে ব্যানারে কারা খেলে এই খেলা?
এ আকাশ-মাটি জ্বলুক আগুনে চাইনে শান্তি আর
নিয়ে যাও এই প্রেমের জাহাজ
বিষাক্ত উপহার।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS