এই ভিডিওটি দেখে কান্না চলে আসলো এতিম ছেলেদের কত কষ্ট করতে হচ্ছে না দেখলে বুজবেন না নিজে দেখুন এবং অন্যে দেখার জন্য শেয়ার

Social Media 2017-03-28

Views 32

এই ভিডিওটি দেখে কান্না চলে আসলো এতিম ছেলেদের কত কষ্ট করতে হচ্ছে না দেখলে বুজবেন না নিজে দেখুন এবং অন্যে দেখার জন্য শেয়ার করুন

বর্তমান মুসলিম আইন অনুসারে পিতা জীবিত অবস্থায় কোন ব্যক্তির মৃত্যু হলে এবং মৃত ব্যক্তির ভাই থাকলে সম্পত্তি বন্টনের সময় ( যখনই বন্টন করা হোক না কেন) মৃতের এতিম সন্তান ও ... এতিম সন্তানদেরকে তাদের মৃত পিতার/ মাতার অংশ হিসেবে প্রাপ্য পৈত্রিক সম্পত্তির অর্থাৎ তাদের দাদার/ নানার সম্পত্তির ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রাখা হচ্ছে। ... যেখানে সুস্পষ্ট নির্দেশ থাকা সত্বেও মা, বোন ও কন্যাদের প্রাপ্য অংশটুকু বুঝিয়ে দিতে গিয়ে কত রকমের বাহানার আশ্রয় নেয়া হচ্ছে। ... কোন কারনে অভিভাবক অভাবে পড়লে খুবই সাবধানে ও সঙ্গত পরিমাণে এতিমের সম্পত্তি থেকে খরচ করতে পারেন। .... এখানে দেখুন- Heal the World - Zain Bhikha ...... কষ্ট করে আবারও মন্তব্য করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS