বাহ রে সেল্পি মানুষের ভিবেক মনে হয় হারিয়ে যাচ্ছে ভিডিও টা দেখুন শিখার অনেক কিছু আছে শেয়ার করবেন।

Social Media 2017-03-08

Views 5

বাহ রে সেল্পি মানুষের ভিবেক মনে হয় হারিয়ে যাচ্ছে ভিডিও টা দেখুন শিখার অনেক কিছু আছে শেয়ার করবেন।
কিছু মানুষ আছে যারা ছবি তুলতেই চায় না। তারা ভাবে তাদের ছবি সুন্দর আসে না কিংবা তাঁকে খারাপ দেখাবে। তাঁকে হয়ত অনেকবেশি মোটা ও কুৎসিত দেখাবে। অথচ ছবি তোলার ক্ষেত্রে কিছু নিয়ম আছে যা দ্বারা কিনা আপনার ছবিগুলো সুন্দর ও পারফেক্ট হবে।

আসুন ছবি তোলার কিছু ট্রিকস ও টিপস শিখে নেই –

শিখে নিন পারফেক্ট ও সুন্দর ছবি তোলার ১৪টি টিপস
কোমরে হাত দিয়ে পেছন করে ছবি তুললে পেট বেশি বড় দেখায়। তাই আস্তে করে কোমরে হাত রাখুন যাতে আপনার নখগুলো দেখা যায় এবং কোন প্রকার চাপ প্রয়োগ করবেন না। ঠিক এমনটা ছবিতে দেখা যাচ্ছে।

শিখে নিন পারফেক্ট ও সুন্দর ছবি তোলার ১৪টি টিপস
কোমরে খামচি দিয়ে না ধরে হালকা করে ধরুন। জরে চেপে ধরলে পেটে ও কাপড়ে ভাজ পফ্রে ছবি নষ্ট হয় ।আপনার মুখ নো মথা সোজা রাখুন।

শিখে নিন পারফেক্ট ও সুন্দর ছবি তোলার ১৪টি টিপস
ছবি তোলার ক্ষেত্রে আপনার হাতের প্রতি ও এর অবস্থানের উপর খেয়াল করুন। এটি যেন সরাসরি ক্যামেরার দিকে না থাকে এবং অব্যশই সাদা মাটা ভাবে সম্পূর্ণ সোজা না থাকে। এমন ক্ষেত্রে আপনার কোমর অবশ্যই সোজা ও মুক্ত থাকবে।

শিখে নিন পারফেক্ট ও সুন্দর ছবি তোলার ১৪টি টিপস
মুখে হাতে দিয়ে হালকা ঠোঁট উল্টে অর্ধ হাঁ করে ছবি তুললে তা আকর্ষণীয় ইফেক্ট দেয়। কিন্তু খেয়াল রাখুন বেশি ভার যেন মুখে যা যায়। এতে মনে হবে আপনার দাতে ব্যাথা।

শিখে নিন পারফেক্ট ও সুন্দর ছবি তোলার ১৪টি টিপস
জোরাল বাহু গায়ের সাথে এলিয়ে দিয়ে ছবি তুললে তা কখনই আশানুরূপভাবে সুন্দর হয় না। বরং বাহু এলিয়ে একটা হাতে কোমরে রেখে হালকা বাঁকা ভাবে আপনার গা এলিয়ে দিন এক পাশে আর আপনার মুখ থাকবে একদিকে। এটাই আপনার পারফেক্ট ছবি তুলতে সাহায্য করবে।

শিখে নিন পারফেক্ট ও সুন্দর ছবি তোলার ১৪টি টিপস
চোখে অনেক বড় না করে হালকা ভাবে সুন্দর মিষ্টি হাসি দিন। এরপর ক্লিক ক্লিক।। ব্যাস খুব সুন্দর একটি ফেস প্রোফাইল তৈরি হবে একই সাথে ছবিও ভাল আসবে।

শিখে নিন পারফেক্ট ও সুন্দর ছবি তোলার ১৪টি টিপস
চোখে মৃদু টানা টানা ভাবে সুন্দর দকেহায় কিন্তু সেটি যদি চোখে প্রাকৃতিক আকারটা নষ্ট করে দেয় সেক্ষেত্রে তা ভাল দেখাবে না!

শিখে নিন পারফেক্ট ও সুন্দর ছবি তোলার ১৪টি টিপস
হাতের অঙ্গ ভঙ্গি দিয়ে ছুবি তোলা যায় কিন্তু তা যেনো আপনার চেহারাকেই ঢেকে না দেয়। সঠিকভাবে শিখতে ছবিতে লক্ষ্য করুন।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS