►টাইটানিক এর ভিতরের খবর যা আমরা জানি না। তবে চলুন জেনে নেই।

BD HITS VIDEO 24 2017-02-12

Views 3

ছবির সময়সীমা ২ঘন্টা ৪০মিনিট৷ উল্লেখ্য, বাস্তবে টাইটানিক ডুবে যেতেও ঠিক এতটাই সময় লেগেছিল৷লিওনার্ডো ডিক্যাপ্রিওর ঝুলিতে আসে প্রস্তাবটি, যা তাকে চিরকালের জন্য তার ভক্তদের মনে স্থায়ী জায়গা করে দিয়েছে৷এই ছবিটিই প্রথম ছবি, যেখানে একই চরিত্রের রোজ় জন্য নমিনেশন পান কেট উইনসলেট এবং গ্লোরিয়া স্টুয়ার্ট৷ গ্লোরিয়া স্টুয়ার্ট যখন নমিনেটেড হন, তখন তাঁর বয়স ৮৭৷ বাস্তবে যখন টাইটানিক ডুবেছিল তখন গ্লোরিয়া স্টুয়ার্ট একেবারেই ছোট ছিলেন৷ সমুদ্রের মধ্যে যে ঝাঁপ দেওয়ার দৃশ্য দেখানো হয়েছে ছবিতে, তা বাস্তবে শ্যুটিং সেটে মাত্র ৩ ফুট গভীর৷ ডিক্যাপ্রিওর ডায়লগ, এএফআই-এর ১০০টি বিখ্যাত ডায়লগের মধ্যে নিজের জায়গা করে নেয়৷ টাইটানিক ডুবে যাওয়ার সময় এক বৃদ্ধ দম্পতির বিছানায় শুয়ে থাকার একটি দৃশ্য দেখানো হয়, যা আসলে সত্যি ঘটনা৷

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS