জাফলং-এর আগের রূপ ফিরিয়ে দেওয়ার উদ্যোগ

Rezowan 2017-02-10

Views 1

পাথরখেকো ও পরিবেশ ধ্বংসকারীদের কাছে জিম্মি প্রকৃতি কন্যা সিলেটের জাফলং। পরিবেশগত সংকটাপন্ন এলাকা, ইসিএ {Ecologically Critical Area (ECA)} ঘোষণার প্রায় দু’বছর পর সম্প্রতি গঠন করা হয় বাস্তবায়ন কমিটি। পরিবেশবাদীরা বলছেন কর্তৃপক্ষ কঠোর না হলে ইসিএ বাস্তবায়ন সম্ভব নয়।

এক সময় জাফলং-এর প্রকৃতিতে ছিল প্রাণ। পাহাড়ী ঝর্ণা আর স্বচ্ছ পানির নিচে পাথরের সারি দেখতে ভীড় করতো দেশি-বিদেশি পর্যটকরা। কিন্তু পাথর খেকোদের ধ্বংসযজ্ঞে নদীর ওপর এখন বড় বড় বালির স্তুপ, কমছে পানি প্রবাহ।

এ অবস্থা থেকে উত্তরণে ২০১৫ সালের জানুয়ারীতে জাফলংয়ের ১৪ দশমিক নয় তিন বর্গকিলোমিটার এলাকাকে ইসিএ ঘোষণা করে সরকার। প্রায় দুই বছর পর ঘোষনা করা হয় বাস্তবায়ণ কমিটি। তবে এর ধীর গতি দেখে সন্দিহান পরিবেশবাদীরা।

সংশ্লিষ্টরা বলছেন এটি বাস্তবায়নে স্থানীয়দের সম্পৃক্ততা প্রয়োজন।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS