চলনবিলের স্বাদু পানির শুটকি মাছের চাহিদা দেশজুড়ে। একে অবলম্বন করে স্বাবলম্বী হয়েছেন পাবনার বেড়ার অনেকে। স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে বিভিন্ন জেলায়।
শীত মৌসুমে চলনবিলের পানি নামতে শুরু করায় জেলেদের জালে প্রতিদিন ধরা পড়ছে প্রচুর দেশী মাছ। যা বিক্রি হচ্ছে শুটকি খোলাতেও।
এগুলোর মধ্যে রয়েছে পুঁটি, টাকি, ছোট বয়াল, টেংরাসহ নানা দেশী মাছের শুটকি।
ভাদ্র থেকে মাঘ মাস পর্যন্ত চলে শুঁটকির মাছ সংগ্রহ। তাই এ সময়টায় ব্যস্ততা একটু বেশী।
এখানে কাজ করে স্বাভলম্ভী হয়েছেন অনেকে।