শহীদ আসাদ দিবস

Rezowan 2017-01-28

Views 13

শহীদ আসাদ দিবস আজ। ১৯৬৯ সালের এই দিনে স্বৈরাচারী আইয়ুব বিরোধী গণআন্দোলনের সময় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অকুতোভয় ছাত্রনেতা আসাদ। কিন্তু নিজ গ্রামের নতুন প্রজন্মের নিকট অজানা ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের নায়ক শহীদ আসাদের ইতিহাস। একই সঙ্গে অযতেœ অবহেলায় পড়ে রয়েছে নরসিংদীর ধানুয়া গ্রামে শহীদ আসাদের সমাধি। সরকারিভাবে শহীদ আসাদ দিবস পালন ও তার স্মৃতি সংরক্ষণের উদ্যোগ নেয়ার দাবি সহযোদ্ধাদের।
ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের নায়ক শহীদ আসাদের নামে শিবপুর কলেজের নামকরণ করা হয় শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজ। অথচ সেই কলেজের বেশীর ভাগ শিক্ষার্থীরই জানা নেই স্বাধীনতা সংগ্রামে শহীদ আসাদের ভূমিকার কথা।
নিজ গ্রামের নতুন প্রজন্মের কাছে অনেকটাই অচেনা আসাদুজ্জামান। অবহেলায় রয়েছে স্মৃতিচিহ্ন।
শহীদ আসাদের আত্মত্যাগের ইতিহাস তুলে ধরতে সরকারি পদক্ষেপের দাবি এলাকাবাসীর।
১৯৪২ সালের ১০ জুন নরসিংদীর মনোহরদীর হাতিরদিয়ায় জন্মগ্রহণ করেন আমানুল্লাহ আসাদুজ্জামান।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS