নারায়ণগঞ্জে সাত খুন মামলার রায়

Rezowan 2017-01-16

Views 6

নারায়ণগঞ্জের সাত খুনের দুই মামলায় প্রধান আসামি নূর হোসেন ও চাকুরিচ্যুত রেবের ৩ কর্মকর্তাসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে নারায়ণগঞ্জের একটি আদালত। সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন এ রায় ঘোষণা করেন। মামলার বাকি নয় আসামিকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর সাত খুনের ২ বছর পর এ হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। এতে ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেন, রেবের সাবেক ৩ কর্মকর্তা অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, কমান্ডার এম এম রানা, মেজর আরিফসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বাকি ৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।

রায় ঘোষণার সময় মামলার ৩৫ আসামির মধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা ২৩ জন আদালতে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ১৭ জন রেব সদস্য। মামলার শুরু থেকেই রেবের সাবেক ৮ সদস্যসহ ১২ আসামি পলাতক।

রায়ে সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদি ও আইনজীবী।

২০১৪ সালের ২৭ এপ্রিল সদর উপজেলার ফতুল্লা থেকে অপহৃত হন আইনজীবী চন্দন সরকার, প্যানেল মেয়র নজরুল ইসলামসহ ৭ জন। ৩ দিন পর শীতলক্ষ্ম্যা নদী থেকে ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়। পরদিন ১ মে সকালে বাকি একজনের লাশ পাওয়া যায়।

হত্যার ঘটনায় দুটি মামলা একসঙ্গে তদন্ত করে ১১ মাস পরে ২০১৫ সালের ৮ এপ্রিল ৩৫জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন তিনজন তদন্তকারী কর্মকর্তা। মামলায় ১২৭ জনকে সাক্ষী করা হয়। ১৬২ ধরনের আলামত উদ্ধার দেখানো হয়েছে।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS