আগামীকাল শুক্রবার টঙ্গীর তুরাগ নদীর পাড়ে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। দেশের ১৬টি জেলার পাশাপাশি ইজতেমার এই পর্বে অংশ নিচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা। সন্ত্রাসপ্রবণ দেশ থেকে আসা মুসল্লীদের গতবারের মত এবারো নজনদারিতে রাখা হচ্ছে বলে জানিয়েছেন রেব মহাপরিচালক বেনজির আহমদ।
শুক্রবার ফজরের নামাজ শেষে আম বয়ানের মধ্য দিয়ে শুরু হচ্ছে ৫২তম বিশ্ব ইজতেমা। মুসলিম জাহানের দ্বিতীয় বৃহৎ এ গণজমায়েতের সব প্রস্তুতি এরই মধ্যে শেষ।
প্রথম পর্বের ইজতেমায় অংশ নিতে দেশের নির্দিষ্ট জেলাসহ বিশ্বের ৩০টি দেশ থেকে আসতে শুরু করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
আশুলিয়ার রাস্তা থেকে সরাসরি মাঠে প্রবেশ করতে তুরাগ নদীতে নির্মাণ করা হয়েছে ৭টি অস্থায়ী সেতু।
ইজতেমাস্থল পরিদর্শনে গিয়ে রেব মহাপরিচালক জানান, বিশৃঙ্খলা ও সন্ত্রাসী কর্মকান্ড এড়াতে জল, স্থল ও আকাশ পথে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
দুই পর্বের বিশ্ব ইজতেমার প্রথম ধাপ ১৩ থেকে ১৫ জানুয়ারি, চার দিন বিরতি দিয়ে দ্বিতীয় ধাপ শুরু হবে ২০ জানুয়ারি।