২০১৭ সালকে বরণ করতে প্রস্তুতি

Rezowan 2016-12-31

Views 5

শীত মৌসুম আসলেই ভ্রমন পিপাসুদের ভিড় জমে কক্সবাজার সমুদ্র সৈকতে। এর সঙ্গে যোগ হয়েছে খ্রিষ্টীয় নতুন বছরকে স্বাগত জানানোর আয়োজন। তবে নিরাপত্তার স্বার্থে সন্ধ্যার পর উন্মুক্ত মঞ্চে কোন অনুষ্ঠানের অনুমতি না থাকলেও জমজমাট রয়েছে পর্যটন শহরটি। থাকছে টানা ৩ দিনের বিচ কার্নিভাল।

শেষ সূর্যাস্ত উপভোগের সঙ্গে যোগ হয়েছে নতুন বছরকে স্বাগত জানানোর আয়োজন। সব মিলিয়ে কক্সবাজারে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে পর্যটকদের এখন উপচে পড়া ভীড়।

নিরাপত্তার স্বার্থে এবারো সন্ধ্যার পর থেকে উন্মুক্ত স্থানে সব ধরণের অনুষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

বাইরে নিষেধাজ্ঞা থাকায় পর্যটকদের আকর্ষণ বাড়াতে অভিজাত হোটেলগুলোর ভেতরে থাকছে নানা আয়োজন।

তবে পর্যটকদের ভ্রমণে আগ্রহের কোন কমতি নেই। এরই মধ্যে বুকিং হয়ে গেছে হোটেল, মোটেল, গেস্ট হাউজ ও রিসোর্টগুলোর রুম।

এছাড়াও পর্যটকদের বাড়তি আনন্দ দিতে থাকছে তিন দিনের বিচ কার্নিভাল।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS