যমুনা নদীর নাব্যতা সংকটের কারণে পাবনার নগরবাড়ী ঘাটে ধারণক্ষমতার সমান পণ্য নিয়ে ভিড়তে পারছে না জাহাজগুলো। কয়েকটি পয়েন্টের ডুবো চরে আটকা পড়ে আছে প্রায় ২০টি জাহাজ।
দেশের উত্তরাঞ্চলের মোট ১৬ জেলায় জ্বালানি তেল ও রাসায়নিক সার সরবরাহ হয় নগরবাড়ী ঘাট দিয়ে। গভীরতা ঠিক থাকলে ঘাটে ভিড়ে প্রতিদিন ১৫-২০টি জাহাজ। কিন্তু নাব্যতা সংকটে প্রায় এক মাস ধরে এখানে সার, ডিজেল ও কয়লাবাহী জাহাজ ভিড়তে পারছে না।
মোল্লার টেক, চর নতীবপুর ও রাজবাড়ির দৌলতদিয়া পয়েন্টে ১৫-২০টি জাহাজ চরে আটকে আছে।
সংকট নিরসনে ড্রেজিংয়ের কাজ চলছে বলে জানায় বিআইডব্লিউটিএ।