পোশাক শিল্প কারখানায় অস্থিরতা

Rezowan 2016-12-24

Views 4

বিজিএমইএ’র ঘোষণায় চতুর্থ দিনের মতো বন্ধ রয়েছে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলের ৫৫টি পোশাক কারখানা। তবে বন্ধ কারাখানার শ্রমিকরা সুশৃঙ্খলভাবে কাজে ফেরার প্রতিশ্রুতি দিলে গার্মেন্টস খুলে দেয়া হবে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান। সকালে বিজিএমইএ ভবনে পোশাক কারখানায় কর্মরত শ্রমিকদের কর্মশালায় তিনি একথা বলেন।

বেতন ভাতা বাড়ানোর দাবিতে শ্রমিক অসন্তোষের জেরে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলের ৫৫টি পোশাক কারখানা বন্ধ আছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি কারাখানার সামনে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এ ঘটনায় গত ৪ দিনে ৭ টি মামলায় অজ্ঞাত ও নাম উল্লেখসহ প্রায় ২ হাজার জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এসব মামলায় শ্রমিক ও রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ গ্রেপ্তার করা হয়েছে ২৩ জনকে।

এদিকে, শ্রমিকরা যথানিয়মে কাজ করার প্রতিশ্রুতি দিলে বন্ধ পোশাক কারখানা খুলে দেয়া হবে বলে জানিয়েছেন বিজিএমইএ’র সভাপতি। বিজিএমইএ ভবনে, এক অনুষ্ঠানে, বিভ্রান্ত না হয়ে শ্রমিকদের কাজে যোগ দেয়ার আহবান জানান তিনি।

Share This Video


Download

  
Report form