নির্বাচকদের কিছু না জানিয়েই জাতীয় দলের ক্যাম্প ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন জাতীয় দলের সম্ভাব্য কোচ অলিভার কার্টজ। কোচের এই অনাধিকার চর্চায় ক্ষুদ্ধ জাতীয় দল নির্বাচক কমিটির প্রধান কামরুল ইসলাম কিসমত। এদিকে এমন ঘটনায় কারণ দর্শানোর জন্য সোমবার অলিভারকে ডেকে পাঠিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুস সাদেক।