সাভারের নামাবাজারে রাস্তা দখল করে ট্রাক স্ট্যান্ড

Rezowan 2016-12-16

Views 4

সাভারের নামাবাজারে রাস্তা দখল করে তৈরি করা হয়েছে ট্রাকস্ট্যান্ড। মডেল থানা এলাকা থেকে সুতিপাড়া-ফোর্ডনগর সেতু পর্যন্ত এমন চিত্র। ব্যস্ততম এ সড়কটি দখলবাজদের কবলে থাকায় যানজট নিত্যসঙ্গী। এতে ভোগান্তিতে পড়েছেন এ পথে যাতায়াতকারীরা। প্রশাসনের প্রশ্রয়েই পরিবহণ মালিকরা দিনের পর দিন রাস্তাটিকে নিজেদের মতো করে ব্যবহার করছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।

সাভার, ধামরাই ও মানিকগঞ্জের সিংগাইরবাসীর চলচলের জন্য গুরুত্বপূর্ণ সুতিপাড়া-ফোর্ডনগর সেতু। এর কোল ঘেষা নামাবাজার থেকে প্রতিদিন নিত্যপ্রয়োজনী পণ্য সরবরাহ করা হয় দেশের বিভিন্ন স্থানে। কিন্তু অন্যতম এ পাইকারী বাজারটির কোন ট্রাক ষ্ট্যান্ড না থাকায় রাস্তা ও সেতুর একাংশে এলোপাথাড়িভাবে দাঁড় করিয়ে রাখা হয় ট্রাক, মিনিট্রাক।

সড়ক বিভাগের মালিকানাধীন জায়গা অবৈধ দখলে রেখে দিনের পর দিন ব্যবসা করছে একশ্রেণির প্রভাবশালী। এতে যানজটের কবলে পড়ে নাকাল সড়ক ব্যবহারকারীরা। আধা কিলোমিটার পথ পেরুতে সময় লাগছে এক থেকে দেড় ঘন্টা।

এর আগে সাভার পৌর মেয়র মোহনা টেলিভিশনকে দেয়া সাক্ষাতকারে ট্রাকট্যান্ডটি সরিয়ে নেয়ার আশ্বাস দিলেও এখনো তা কার্যকর হয়নি। উল্টো ইজারার নাম করে প্রতিটি ট্রাক থেকে টাকা তুলছে পৌরসভা।

তবে এপ্রোচ সড়ক তৈরী হলে আর কোন সমস্যা থাকবে না বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS