জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

Rezowan 2016-12-15

Views 1

আগামীকাল ১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবসে ফুলেল শ্রদ্ধায় স্মরণ করা হবে জাতীর বীর সন্তানদের। এ দিনটিতে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রীসহ লাখো মানুষ। তাইতো শেষমুহূর্তে ধোয়ামোছার তোড়জোড় সৌধের পুরো প্রাঙ্গণ জুড়ে।

জাতির জন্য আত্মউৎসর্গকারী সূর্য সন্তানদের শ্রদ্ধা জানানোর জন্য প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। মূল ফটক থেকে স্মৃতি সৌধের বেদী পর্যন্ত রাস্তার দুই পাশে লাগানো হয়েছে ফুল গাছ। মূল বেদীতে ধোয়া-মোছা আর রংয়ের কাজও প্রায় শেষ।

পরিষ্কার পরিছন্নতা ও সংস্কারের কাজের জন্য গত ৬ডিসেম্বর থেকে বিজয় দিবসের প্রথম প্রহর পর্যন্ত সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করেছে প্রশাসন।

জাতীয় স্মৃতিসৌধ ও এর আশেপাশের ১কিলোমিটার এলাকা জুড়ে থাকবে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা। কোন হুমকি না থাকলেও থাকছে ওয়াচ টাওয়ার ও সিসিটিভি দ্বরা পর্য্যবেক্ষন ব্যবস্থা।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS