A Bangladeshi cleaner in Saudi Arabia was gifted a gold set after he was ridiculed online when photos of him staring at a jewelry shop display went viral. But presents, including smart phones and rice bags, are still pouring in.
Abdullah Al-Qahtani, a Saudi national who spoke to Al Arabiya News Channel, from the gold market in Riyadh, the country’s capital, said he, managed to find the cleaner to give him his gifts.
The cleaner’s was identified as Nuzroul Abdulkareem, and his monthly salary was $187 (700 Saudi riyal).
“More money is being sent to Nuzroul,” Qahtani said, without specifying how much. In addition to bags of rice and honey, Abdulkareem has so far received “two-way tickets to his home country, and two phones - one iPhone 7 and one Samsung Galaxy.”
The story began when a social media user mocked the cleaner by sharing the picture, writing “this man deserves to only look at rubbish.”
Saudis on the social media platform tweeted, vowing to send more gifts to the cleaner, including one user who said a gift of $533 (2,000 Saudi riyal) would be given.
“I am very thankful,” Abdulkareem said.
Qahtani described him as “very hardworking.” “Abdulkareem also takes care of homeless kittens on the street where he works,” Qahtani said.
Source - http://english.alarabiya.net/en/varie...
Bangla:
সৌদি আরবের রিয়াদে সৌদি নাগরিক সহ বহু দেশের হৃদয়বান মানুষের ভালবাসায় সিক্ত হচ্ছেন বাংলাদেশী এক প্রবাসী চাচা
তাহার নাম 'নজর আল-ইসলাম' (আবদুল করিম)
(তিনি সৌদি আরবের রিয়াদ শহরের একজন পরিচ্ছন্নকর্মী )
তাহার মাসিক বেতন মাত্র ৭০০ রিয়াল, বাংলা টাকায় (১৫ হাজার)
কাজ করার ফাঁকে তিনি একটি স্বর্ণের দোকানের গহনার দিকে আক্ষেপভরা চোখে তাকিয়ে ছিলেন আর সেই ছবি একজন ক্যামেরায় তুলে ইন্সটাগ্রামে ছেড়ে দেয়। পরিচ্ছন্নকর্মী বলে তাকে হেয় করে লেখা হয়,
এই লোকটা শুধুমাত্র ময়লা আবর্জনার দিকে তাকিয়ে থাকার যোগ্য।
ইন্সটাগ্রামে তার ছবি নিয়ে সবাই যখন মজা করছিল তখন এগিয়ে আসেন আবদুল্লাহ আল কাহতানি নামক এক সৌদি নাগরিক ।
তিনি তার “ইনসানিয়াত” বা “মানবতা” টুইটার একাউন্ট হতে মানবিক বোধ সম্পন্ন লোকদের আবদুল করিমকে সহায়তা করার আহ্বান জানান। তার টুইট শেয়ার হয় সাড়ে ৬ হাজারের বেশি। তিনি ওই টুইটে আবদুল করিমকে খুঁজে দিতেও আহ্বান জানান।
অবশেষে খুঁজে পাওয়া যায় সেই আবদুল করিমকে।
তারপরই শুরু হয় উপহারের ঢল ...... :)
মানুষের চোখ খুলে যায়।
তারা ভালবাসা আর উপহারে ডুবিয়ে দিতে থাকেন করিমকে চাচা মিয়া কে ।
কেউ দেন চাল, মধু, কেউ বা বাংলাদেশে বেড়াতে আসার জন্য বিমান টিকেট। সৌদি আরবের একটি স্পোর্টস বিষয়ক চ্যানেলের একজন নির্বাহী আবদুল করিমকে দিয়েছেন স্বর্ণের সেট। উপহার হিসেবে আবদুল করিম আরও পেয়েছেন দুটি মোবাইল ফোন একটি আইফোন সেভেন / স্যামসাং গ্যালাক্সি।
এমন সাড়া পেয়ে আবদুল করিম অভিভূত এবং আবেগে আপ্লুত হয়ে যান। আল কাহতানি বলেছেন,
ওই পরিচ্ছন্নকর্মীকে খুঁজে পেয়ে তিনি গর্বিত।
যারা তার আহ্বানে সাড়া দিয়ে উপহার দিয়েছেন বা দিচ্ছেন তাদের প্রতি
তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বাংলাদেশের আবদুল করিমের এ কাহিনী এখন বিশ্ব মিডিয়ার শিরোনাম। এ নিয়ে খবর প্রকাশ করেছে সিএনএন, ডেইলি মেইল অনলাইন।