চট্টগ্রামে নিষিদ্ধ জঙ্গী সংগঠন হরকাতুল জিহাদ, হুজির ৫ সদস্যকে আটক করা হয়েছে। ভোররাতে ২ জঙ্গীকে অস্ত্রসহ আটক করে রেব। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী আকবর শাহ থানার কর্নেলহাট এলাকার একটি বাড়ি থেকে আটক করা হয় আরো ৩ জনকে। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, বিস্ফোরক ও উস্কানিমূলক বই জব্দ করা হয়।
জঙ্গি সদস্যরা অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে নগরীর এ কে খান রোডের একটি বাড়িতে অভিযান চালায় রেব সদস্যরা। এ সময়, অস্ত্রসহ আটক করা হয় দু'জনকে। পরে, তাদের দেয়া তথ্যে পাহাড়তলীর উত্তর কর্নেলহাট এলাকার আরেকটি বাড়িতে অভিযান চালানো হয়।
রেব জানায়, এ সময় আটক করা হয় হরকাতুল জিহাদের ৩ সক্রিয় সদস্যকে। তাদের আস্তানা থেকে উদ্ধার করা হয় দুটি পিস্তল, সাতটি ম্যাগাজিন, ১২টি হ্যান্ড গ্রেনেড, ১৬৭ রাউন্ড গুলি ও ১২টি জাতীয় পরিচয়পত্রসহ বিস্ফোরক তৈরির বেশ কিছু সরঞ্জাম। এরা বড় ধরণের নাশকতার পরিকল্পনা করছিল বলে জানান রেব মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান।
স্থানীয়রা জানায় ওই বাড়িটি কয়েকদিন আগে তারা ভাড়া নিয়েছিল।