নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন :: প্রতীক বরাদ্দ'র মধ্য দিয়ে প্রচারণা শুরু

Rezowan 2016-12-06

Views 5

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়ার মধ্য দিয়ে আজ থেকে শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রচারণা। প্রতীক পেয়ে জয়ের আশা জানিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আওয়ামী লীগের সেলিনা হায়াৎ আইভী ও বিএনপির সাখাওয়াত হোসেন খান। নির্বাচনী আচরণবিধি মেনে প্রার্থীদের প্রচারণা আহবান জানান রিটার্নিং কর্মকর্তা।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে আওয়ামী লীগ ও বিএনপিসহ সাত মেয়র প্রার্থী, একশ ছাপ্পান্নজন সাধারণ কাউন্সিলর প্রার্থী এবং আটত্রিশজন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়।

আওয়ামী লীগের সেলিনা হায়ত আইভী পেয়েছেন নৌকা প্রতীক, বিএনপির সাখাওয়াত হোসেন খান ধানের শীষ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এড.মাহবুবুর রহমান ইসমাইল কোদাল, এলডিপির কামাল প্রধান, ইসলামি আন্দোলনের মাসুম বিল্লাহ পাখা, ইসলামী ঐক্যজোটের মুফতি ইজহারুল হক মিনার ও কল্যাণ পার্টির রাশেদ ফেরদৌস হাতঘড়ি।

প্রতীক বরাদ্দ শেষে মেয়র প্রার্থীরা যার যার অবস্থান থেকে জয়ের ব্যাপারে আশা জানান।

নির্বাচনী আচরণবিধি মেনে সব প্রার্থীদের প্রচার প্রচারণার আহবান জানান রিটার্নিং কর্মকর্তা।

২২ ডিসেম্বর প্রথমবারের মতো দলীয় প্রতীকে ভোট হবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে। এখানে মোট ভোটার ৪ লাখ উনআশি হাজার ৩শ বিরানব্বই জন।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS