নবীনগরে ৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধা সাজিয়ে ভাতা উত্তোলন

Rezowan 2016-12-04

Views 3

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মুক্তিযোদ্ধার তালিকায় নাম উঠিয়ে নিয়মিত সম্মানী ভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে মুক্তিযোদ্ধার তালিকায় ১৬৫০জনের মধ্যে ৪শ৮১ জনই ভূয়া। এ নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় ও সমাজকল্যাণ মন্ত্রনালয়ে অভিযোগের পর বিষয়টি তদন্তে কাজ শুরু করেছে উপজেলা প্রশাসন।

সরকারি তালিকায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মোট মুক্তিযোদ্ধার সংখ্যা ১১শ ৬৯ জন। কিন্তু বর্তমানে মুক্তিযোদ্ধার ভাতা উত্তোলন করছেন ১৬৫০জন। অভিযোগ উঠেছে সমাজকল্যান মন্ত্রনালয় ও মুক্তিযোদ্ধা সংসদের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারির যোগসাজসে ভুয়া মুক্তিযোদ্ধাদের গেজেটে অন্তর্ভূক্ত করে ভাতা উত্তোলন করা হচ্ছে।

এনিয়ে আবদুল মোতালিব নামে এক মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় ও সমাজকল্যাণ মন্ত্রনালয়ে লিখিত অভিযোগ করেন।

নিজেকে প্রকৃত মুক্তিযোদ্ধা দাবি করলেও অনেকে বলতে পারেন নি কোন সেক্টর আর কার নেতৃত্বে যুদ্ধে অংশ নিয়েছেন।

এদিকে, যাচাই-বাছাইয়ের সময় কিছু ভুলের কারণেই এ সমস্যা, বলছেন মুক্তিযোদ্ধা সংসদ কর্মকর্তারা।

আর মন্ত্রনালয়ের নির্দেশ পেয়েই বিষয়টি তদন্তে কাজ শুরুর কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

https://www.youtube.com/watch?v=u8dkL8oYlR8

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS