সোনামসজিদ বন্দরে পণ্য ছাড়ে জটিলতা

Rezowan 2016-12-04

Views 13

সাফটা চুক্তি না মানায় সোনামসজিদ স্থলবন্দরে পণ্য ছাড়ে দেখা দিয়েছে জটিলতা। এতে ব্যবসায়ীদের কোটি কোটি টাকার কাঁচাপণ্য পচে নষ্ট হয়ে যাচ্ছে। এনিয়ে কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে সিএন্ডএফ অ্যাজেন্টদের বাগবিতণ্ডা চললেও ফল হচ্ছে না কিছুই। ফলে এ বন্দর দিয়ে পণ্য আনতে নিরুৎসাহিত হচ্ছেন ব্যবসায়ীরা।

ভৌগলিক দিক দিয়ে ভারতের পাকুড় ও নাশিক থেকে সোনামসজিদ স্থলবন্দরের দূরত্ব কম হওয়ার কারণে পচনশীল পন্যসহ অন্যান্য দ্রব্য এ বন্দর দিয়ে আমদানি করা হয়। খরচ ও সময় কম লাগায় ব্যবসায়ীরা এ বন্দর ব্যবহারে আগ্রহী হয়।

আমদানি-রফতানি ব্যয় কমানো, পণ্য প্রবেশ সহজ করা ও দ্রুত ছাড়ার লক্ষ্যে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ২০১৫ সালে সাফটা চুক্তি হয়। দেশের অন্য বন্দরগুলোতে ২০১৬ সালের ১ জানুয়ারী থেকে এ চুক্তি বাস্তবায়িত হলেও সোনামসজিদ বন্দরে তা এখনো বাস্তবায়ন হয়নি। ফলে অতিরিক্ত টাকায় খালাস করতে হচ্ছে পণ্য।

পণ্যের মান নিয়ন্ত্রনে বিশেষজ্ঞ দল থাকার থাকলেও রয়েছেন মাত্র একজন। এ কারণে সময় বেশী লাগায় নষ্ট হয়ে যাচ্ছে কাঁচা পণ্য। এছাড়াও রয়েছে সার্ভার জটিলতা।

পণ্য ছাড়ে জটিলতার কথা অস্বীকার করলেও সাফটা চুক্তির বাস্তবায়নে দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান এই কাস্টমস কর্মকর্তা।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS