শ্রেণী কক্ষের অভাবে নেত্রকোণার বারহাট্টা সরকরি প্রাথমিক বিদ্যালয়ে চলছে খোলা আকাশের নীচে পাঠদান। রোদ বৃষ্টি ঝড়ে পাঠদান ব্যাহত হলেও শ্রেণীকক্ষ নির্মাণে কারযকর উদ্যেগ নেই শিক্ষাবিভাগের।
বারহাট্টা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১২টি শাখায় মোট শিক্ষার্থী ৭শ ১১ জন। দুই বছর আগে বিদ্যালয়ের মূলভবনটি পরিত্যক্ত ঘোষণা করার পর থেকে নেই কোন শ্রেণী কক্ষ।
স্কুলের মাঠে মাদুর বিছিয়ে ও বেঞ্চ পেতে চলছে পাঠদান। রোদের উত্তাপ আর বৃষ্টির কারণে পড়াশোনায় অমনোযোগী হচ্ছে শিক্ষার্থীরা।
এ ব্যাপারে প্রশাসনের কাছে বার বার আবেদন করেও কোন ফল পায়নি বিদ্যালয় পরিচালনা পরিষদ।
আর উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর কথা বললেন উপজেলা শিক্ষা কর্মকর্তা।
Class Under tree:::: Similar PKG News
https://www.youtube.com/watch?v=fHZQTc7PS0g
https://www.youtube.com/watch?v=mntdGWPedsI
https://www.youtube.com/watch?v=OEdGZvEB2MM
https://www.youtube.com/watch?v=M2i6rldaycs