নোয়াখালীর হাতিয়া উপজেলার কয়েক লাখ মানুষের জীবিকার একমাত্র উৎস মাছ শিকার। কিন্তু ইলিশের ভরা মৌসুমেও অলস সময় পার করছেন এখানকার জেলেরা। জলদস্যু আর ডাকাতের ভয়ে নদী ও সাগরে ইলিশ শিকারে যেতে পারছেন না তারা। এমন পরিস্থিতিতে কোস্টগার্ড ও নৌবাহিনীর টহল জোরদারের দাবি তাদের।
বঙ্গোপসাগর ও মেঘনায় এখন ঝাঁকে ঝাঁকে ইলিশ। কিন্তু জলদস্যু আর ডাকাতের ভয়ে মাছ ধরতে যেতে পারছেন না জেলেরা। নামলেই শিকার হতে হয় অপহরণ, ডাকাতি আর শারিরীক নির্যাতনের। দস্যুরা লুটে নেয় নগদ টাকা, মাছ, জাল, তেলসহ সবকিছু।
আর কিছু না পেলে অপহরণের পর দাবি করে মুক্তিপণ।
দসুদের উৎপাত বেড়ে গেছে স্বীকার করে কোষ্টগার্ড জানায়, জেলেরা যাতে নিরাপদে মাছ ধরতে পারে সেজন্য তারা এরইমধ্যে তৎপরতা জোরদার করেছে।