মাগুরায় ‘বৃদ্ধ’ শিশুর জন্ম !!!new born baby look like old man !!

SKYVIEW BD 2016-09-26

Views 2

মাগুরায় ‘বৃদ্ধ’ শিশুর জন্ম !
মাগুরায় অস্বাভাবিক এক শিশুর জন্ম হয়েছে। আজ রোববার দুপুর সোয়া ৩টার দিকে মাগুরা কাউন্সিলপাড়ার জাহান প্রাইভেট হাসপাতালে ওই ছেলে শিশুটির জন্ম হয়। শিশুটির জন্মের পর ‘বৃদ্ধ’ শিশুর জন্ম হয়েছে বলে খবর ছড়িয়ে পড়ে। শিশুটিকে দেখতে হাসপাতালের সামনে ভিড় জমায় সাধারণ মানুষ।
সরেজমিন গিয়ে দেখা যায়, শিশুটির মাথা থেকে কোমরের নিচ পর্যন্ত বড় বড় পশমে ঢাকা। মুখের আকৃতি অনেকটা বৃদ্ধ মানুষের মতো। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, নবজাতক সম্পূর্ণ সুস্থ রয়েছে।
শিশুটির বাবা বিশ্বজিৎ কুমার পাত্র জানান, মাগুরা শালিখা উপজেলার ভুলবাড়ীয়া গ্রামে তাঁদের বাড়ি। আজ দুপুরে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর স্ত্রী পারুল পাত্রের ছেলে সন্তানের জন্ম হয়েছে। শিশুটি তাঁদের দ্বিতীয় সন্তান। শিশুটির নাম রাখা হয়েছে অর্পণ।
চেহারায় অস্বাভাবিকতার পরও শিশুটি জন্মের পর স্বাভাবিক ছিল বলে জানান তিনি।
এদিকে মাগুরা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ জয়ন্ত কুমার কুন্ডু জানান, জীনগত কারণে শিশুটির এই ধরনের সমস্যা হতে পারে। বড় হতে হতে এই সমস্যার সমাধান হয়ে যেতে পারে বলে আশা করছি।
অবএব,তোমরা কিরূপে আত্নরক্ষা করবে যদি তোমরা সে দিনকে অস্বীকার কর,যে দিন বালক কে করে দিব বৃদ্ধ??? সূরা মযযামমিল, : ১৭ ।

Share This Video


Download

  
Report form