ভুঁড়ির কালা ভুনা / বট কালা ভুনা

Rumana Azad 2016-09-07

Views 2

বাংলাদেশের অনেক অঞ্চলে বট নামে পরিচিত হলেও, আমার এলাকায় আমরা বলি ভুঁড়ির কালা ভুনা। ভুঁড়ির কালা ভুনা দিয়ে ৪/৫টা পড়টা আমি নিমিষেই শেষ করে ফেলতে পারবো। আর কেনো, সেটা আপনি যদি না তৈরী করেন ট্রাই করেন, তাহলে বুঝবেন না।

তৈরী করে আমাদের ফেসবুক https://fb.com/rumanaranna পেজে আপনার অভিজ্ঞতা শেয়ার করতে ভুলবেন না। আর এই রেসিপিটির ব্লগ পোস্ট আছে এই ঠিকানায়: http://rumana.net/1194

তৈরী করতে যা যা লেগেছে...
- ভুঁড়ি ৪ কেজি
- পেঁয়াজ ২ কাপ
- রসুন বাটা ১ টেবিল চামুচ
- আদা বাটা ১ টেবিল চামুচ
- রান্নার তেল ১ কাপ
- লবণ ১.৫ চা চামুচ
- শুকনো মরিচের গুঁড়ি ১ টেবিল চামুচ
- ধনে গুঁড়ি ১ টেবিল চামুচ
- হলুদের গুঁড়ি - সেদ্ধ করার সময় ১ টেবিল চামুচ, রান্না করার সময় ০.৫ চা চামুচ
- ভাজা জিরা গুঁড়ি ২ চা চামুচ
- গরম মশলার গুঁড়ি ২ চা চামুচ
- ৫/৬ টি ছোটো এলাচ
- বড় এলাচ ২ টি
- ৪/৫ টি লবঙ্গ
- কালো গোল মরিচ ০.৫ চা চামুচ
- তেজ পাতা ৩ টি
- দারুচিনি ৬ সেন্টিমিটার
- ১৪/১৫ টি শুকনো মরিচ
- রসুনের কোয়া ০.৫ কাপ

গরম মশলার গুঁড়িতে যা আছে:
- জিরা – ১ চা চামুচ
- এলাচ – ৩/৪ টি
- দারুচিনি ৫ সেন্টি মিটারের মতো
- লং – ৭/৮ টি
- গোল মরিচ – ৭/৮ টি
- শাহী জিরা – ১ চা চামুচ (বেশী দিলে ভালো লাগবেনা)
- গোটা ধনিয়া – আধা চা চামুচ
- মৌরি – আধা চা চামুচ

গরম মশলা তৈরীর জন্য সব একসাথে গরম তাওয়ায় হালকা টেলে নিয়ে গুঁড়ো করেছি। তবে বাজার থেকে ভালো ব্র্যান্ডের রেডিমেড গরম মশলার গুঁড়িও ব্যবহার করা যাবে।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS