চিকিৎসক সংকটে ব্যহত হচ্ছে গোপালগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসা সেবা। একারনে সেবা না পেয়ে প্রতিদিন হতাশ হয়ে ফিরে যাচ্ছেন কয়েকশ’ রোগি। হাসপাতালে ভর্তি রোগীরাও নিয়মিত ডাক্তারের দেখা পাচ্ছেন না।
জেলার ১৬ লাখ মানুষের উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ আধুনিক হাসপাতালকে আড়াই’শ শয্যার জেনারেল হাসপাতালে উন্নিত করা হয় ২০০০ সালে। ক্রয় করা হয় কোটি কোটি টাকার আধুনিক যন্ত্রপাতি।
কিন্তু ৬১ জন ডাক্তার থাকার কথা থাকলেও রয়েছে মাত্র ২১ জন। সার্জারী, মেডিসিন, গায়নী, শিশু, রেডিওলজি, ডেন্টাল সার্জনের চিকিৎসা দিচ্ছেন সাধারণ মেডিকেল কর্মকর্তারা। ৫ জন কনসালটেন্ট নিয়োগ থাকলেও বেশীর ভাগ সময়ই পাওয়া যায়না তাদের।
চিকিৎসক সংকটের কথা স্বীকার করে কর্তৃপক্ষকে জানানোর পরও কোন কাজ হচ্ছে না বলে জানালেন হাসপাতালের সহকারী পরিচালক।