আগামী ৭ আগষ্ট টাঙ্গাইলের ঘাটাইল, পটুয়াখালীর গলাচিপা, নড়াইলের লোহাগড়া ও নীলফামারীর ডোমার পৌরসভার নির্বাচন। শেষ মুহুর্তে ব্যস্ত সময় পার করছের মেয়র ও কাউন্সিলররা।
৯টি ওয়ার্ড নিয়ে গঠিত টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভায় মেয়র পদে ৩ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৭ জন ও সাধারণ কাউন্সিলর পদে ২৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্য থেকে যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করতে চান ভোটাররা।
পটুয়াখালীর গলাচিপার প্রার্থীরা ভোর থেকে গভীর রাত পর্যন্ত চষে বেড়াচ্ছেন নির্বাচনী পৌর এলাকার অলিগলি। দু’ মেয়র প্রার্থীর মধ্য থেকে ভোটাররা এমন প্রার্থী বেছে নিতে চান যিনি এলাকার উন্নয়নে কাজ করবেন।
নির্বাচনী আমেজে ভাসছে নড়াইলের লোহাগড়া। গণসংযোগে ব্যস্ত ৪ মেয়র, ১২ নারী কাউন্সিলর ও ৩৪ সাধারণ কাউন্সিলর প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা। পৌরসভায় মোট ভোটার ২০ হাজার ৬শ ৩৬ জন।
নীলফামারীর ডোমারে মেয়র পদে ৪, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০, সাধারণ কাউন্সিলর পদে ৩৬ ও ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে কে হবে জনপ্রতিনিধি তা নিয়ে সরগরম পাড়ামহল্লা।