হুমকির মুখে মহানন্দা নদী

Rezowan 2016-07-20

Views 11

চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রাণ মহানন্দা নদী এখন মৃতপ্রায়। স্থানীয়দের দাবির মুখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নদী রক্ষায় বেশ কিছু উদ্যোগ নিলেও তা বাস্তবায়ন হয়নি। এতে সেচ সুবিধাসহ দিন দিন হুমকির মুখে পড়ছে জনজীবন।

জেলার সদর উপজেলার মধ্য দিয়ে বয়ে গেছে পদ্মার শাখা নদী মহানন্দা। এক সময় এ নদীকে ঘিরেই গড়ে উঠেছিল এ অঞ্চলের মানুষের জীবন-জীবিকা। এখন সেই নদী প্রায় মৃত। ফলে নদীকে ঘিরে যেসব মানুষের জীবিকা ছিল তারা বাধ্য হয়ে বদলাচ্ছেন নিজেদের পেশা।

নদীর কিছু কিছু অঞ্চলে জমে উঠেছে চর, যার ওপরে বসবাস শুরু করেছেন স্থানীয়রা। আবাদ করছে ধান, গম, পাট, তরমুজসহ বিভিন্ন ফসল।

বিশেষজ্ঞদের মতে নদীটি রক্ষায় এখনই পদক্ষেপ না নিলে হুমকির মুখে পড়বে জীববৈচিত্র, পরিবেশ ও কৃষি।

নাব্যতা সংকট দূর করতে নানা পদক্ষেপের কথা জানালেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS