শোলাকিয়ায় জঙ্গী হামলায় পুলিশসহ নিহত ৪

Rezowan 2016-07-08

Views 12

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দানের পাশে হাতবোমা বিস্ফোরণ ও গোলাগুলিতে ২ পুলিশ সদস্য, এক হামলাকারীসহ ৪জন নিহত হয়েছে। আহত হয় পুলিশসহ ৯ জন। গুরুতর আহত ৬ জনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায় ৪জনকে আটক করেছে পুলিশ। এদিকে বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছে সিআইডির একটি দল।

ঈদ জামায়াতে অংশ নিতে ধর্মপ্রাণ মুসলমানরা তখন শোলাকিয়া ঈদগাহে ধীরে ধীরে হাজির হতে শুরু করেছেন। নামাজ শুরু প্রায় আধা ঘন্টা আগে প্রবেশ পথের প্রায় একশ গজ দূরে পরপর দু’টি হাতবোমা বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই এক কনস্টেবল নিহত হন।

হামলাকারীদের সঙ্গে শুরু হয় পুলিশের গোলাগুলি। এতে এক হামলাকারী নিহত হয়। গোলাগুলির মধ্যে পড়ে প্রাণ হারান স্থানীয় এক মহিলা। চিকিৎসাধীন অবস্থায় মারা যান এক পুলিশ কর্মকর্তা।

পরে পুলিশ, রেব ও বিজিবি সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে অপরাধীদের ধরতে অভিযান শুরু করে। আটক করা হয় সন্দেহভাজন কয়েকজনকে।

এদিকে, গুরুতর আহত ৬ জনকে ময়মনসিংহ থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS