ঈদে ব্যস্ত ঝিনাইদহের দর্জিবাড়ী

Rezowan 2016-06-30

Views 6

চারিদিকে এরই মধ্যে ঈদের আমেজ। একটা উৎসবের জন্য যেন প্রস্তুত সবাই। সেই সঙ্গে ব্যস্ততা বেড়েছে ঝিনাইদহের টেইলার্সগুলোতে।

ঈদকে সামনে রেখে ঝিনাইদহে কাপড় তৈরীর ধুম পড়েছে টেইলার্সগুলোতে। অন্যান্য সময়ের তুলনায় কাজের চাপ বেড়েছে কয়েক গুন। দম ফেলার ফুসরত নেই কারিগরদের।

এগুলোতে ছেলেদের শার্ট-প্যান্ট থেকে শুরু করে মেয়েদের হাল ফ্যাশনের ফ্লোরটাচ গাউনের পাশাপাশি রয়েছে সালোয়ার কামিজ তৈরীর চাপ। কাজের ওর্ডার বেশী হওয়ায় বেড়েছে তৈরী মূল্যও।

ঈদের আগেই সব ওর্ডার সময় মতো বুঝিয়ে দেওয়ার জন্য পোশাকের কারিগররা অতিরিক্ত লোক নিয়ে কাজ চালাচ্ছেন।

Share This Video


Download

  
Report form